জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

ফয়জুল করীম বলেন, "নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন আমরা মেনে নিতে পারি না। এতে নারীদের দুর্বল ভাবা হয়। আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাই নারীদের জন্য আলাদা কোটা রাখাও অনুচিত। সংসদ সদস্য নির্বাচনে সব জায়গায় ভোটের ভিত্তিতে নির্বাচন হতে হবে।"  

সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন। কয়েক দিনের প্রস্তুতির পর শুক্রবার দুপুরে সমাবেশস্থল নেতা-কর্মীতে পূর্ণ হয়ে যায়। এ সময় তাদের যানবাহনের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।  

সমাবেশে ফয়জুল করীম বলেন, "সংসদে ৫০৫টি আসন প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ১০০টি নারীদের জন্য সংরক্ষিত। তবে আসন কম বা বেশি হোক, নির্বাচনের মাধ্যমেই সংসদ সদস্য নির্বাচন হওয়া উচিত।"  

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, "সংস্কারের পর নির্বাচন হবে। আপনারা ১৬ বছর ধরে কিছুই করতে পারেননি। ছাত্র-জনতার আন্দোলনের যে অর্জন, তা ধ্বংসের চক্রান্ত করছেন।"  

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, "দেশের মানুষ দুর্নীতি ও চাঁদাবাজি দেখতে চায় না। যারা অতীতে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।"  

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিন।

news