বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল কমরেড কাজী রাশেদ (৬৫)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ছাত্র মৈত্রীর সাবেক নেতা, যুব মৈত্রীর সাবেক সহ-সভাপতি এবং আইনজীবি সংসদের এই নেতা গতকাল (১৭ জানুয়ারি) রাত ৯টায় ঢাকার শমরিতা হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।  

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কমরেড কাজী রাশেদ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা এবং ছাত্র-যুবদের অধিকার আদায়ে আজীবন সংগ্রামী ছিলেন। তাঁর মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (১৮ জানুয়ারি) পূর্ব রাজাবাজার জামে মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

news