বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার রাতে বিএনপির প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, "হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছিল। তাকে চিকিৎসা না দিয়ে দীর্ঘদিন জেলে আটক রাখা হয়েছিল। আমাদের ধারণা, হাসপাতালে তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল।"
তিনি আরও বলেন, "গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে আসার পর পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। এখন তিনি ডাক্তারের তত্ত্বাবধানে আছেন এবং উন্নত চিকিৎসা পাচ্ছেন। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি।"
এমএ মালেক আরও জানান, "প্রতিবার নেত্রী লন্ডন এলে আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। কিন্তু এবার তার অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। তাই তার রোগমুক্তি কামনায় এই খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়েছে। দেশবাসীর কাছেও আমরা তার জন্য দোয়া চাই।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ব্রিকলেন মসজিদের ইমামের নেতৃত্বে বিশেষ মুনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে লন্ডনে উন্নত চিকিৎসা নিচ্ছেন।


