খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে জনআকাক্সক্ষার বাস্তবায়নে প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও তার সহায়ক শক্তির বিচার করা এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করা। তবে বর্তমানে ক্ষমতা ভাগাভাগি ও অভ্যুত্থানের আলোচনা নিয়ে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে। তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি, যাতে একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায়। দেশকে বৃহত্তরভাবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির স্বার্থে একমত হয়ে মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
মাওলানা আজাদ বলেন, দেশের সংস্কারে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, জনগণ রাতারাতি সংস্কার চান না, বরং দীর্ঘস্থায়ী সমাধান চান। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ, এবং জাতির বৃহত্তর অংশের চাওয়া বাস্তবায়ন করতে ঐক্য আবশ্যক। তিনি আরও বলেন, আগামী নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে হতে হবে, নতুবা আধিপত্যবাদের প্রভাব বাড়বে।
এদিন, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 'বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব' শীর্ষক আলোচনা সভায় খেলাফত মজলিসের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল বাছিত আজাদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আহমদ আবদুল কাদের। সভায় অন্যান্য নেতৃবৃন্দও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ আন্দোলন করার গুরুত্ব তুলে ধরেন।


