ঢাকার ঐতিহ্যবাহী ৭ কলেজের চলমান সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে কলেজসমূহকে সমন্বিত করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এই দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০১৭ সালেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির বিরোধিতা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কলেজসমূহের যে সংকট বিদ্যমান, তা শুধুমাত্র প্রশাসক পরিবর্তনের মাধ্যমে সমাধান হবে না। অধিভুক্তির পর থেকে বারবার এই কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনে নামতে হয়েছে। সর্বশেষ, ২৬ জানুয়ারি গভীর রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা আরও জানান, এই সংকটের সমাধান হলে প্রথমত দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত শিক্ষক, ক্লাসরুম, গবেষণার পরিবেশ, আবাসন ও পরিবহনসহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান করতে হবে। এই সমস্যাগুলোর কোনও সমাধান না হলে সংকট বৃদ্ধি পাবে।

এছাড়া, নেতৃবৃন্দ ঢাকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতা এবং পুলিশি আচরণকে কঠোরভাবে সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, এই ঘটনার পেছনের হোতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন।

news