বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সংস্কৃতিকে অগ্রাধিকার দিতে এবং বিদেশি শিল্পী আনার প্রবণতা নিরুৎসাহিত করতেই ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট আয়োজন করা হয়েছে।  
তিনি জানান, অতীতে এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন অনুষ্ঠানে প্রতিবেশী দেশ থেকে শিল্পী আনা হতো, যেখানে সরকারের মন্ত্রী-এমপিরা মাটিতে বসে এসব অনুষ্ঠান উপভোগ করেছেন।  
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজিত কর্মশালায় তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, এক পাকিস্তানি শিল্পী আন্দোলনে আহতদের সহায়তায় বিনামূল্যে অনুষ্ঠান করার কথা বললেও বিপিএল আসরে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন।’  

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। আমরা চাই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিতে। সেই চিন্তা থেকেই এই কনসার্ট আয়োজন করা হয়েছে, যেখানে আধুনিক, বাউল, ভাটিয়ালি ও মরমী সংগীতের সংমিশ্রণ ঘটেছে।’  

তারেক রহমান বলেন, ‘দিল্লি ও ইসলামাবাদ নির্ভরতা পরিহার করে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিতেই আমাদের এই আয়োজন।’  

সংস্কৃতিকে এগিয়ে নিতে বিএনপি ভবিষ্যতে আরও এমন আয়োজন করবে বলেও জানান তিনি। আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।"

news