আওয়ামী লীগ ঘোষিত হরতাল ও অবরোধের কর্মসূচির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদলসহ বিরোধী দলগুলো।  

আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে বিরোধীরা বলছে, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, কারণ তারা গণহত্যা ও দুর্নীতির দায় স্বীকার করেনি।  

তিনি বলেন, ‘‘হরতালের ডাক দিলেই মানুষ তাতে সাড়া দেবে না, বরং জনগণ আওয়ামী লীগের বিচার দেখতে চায়।’’  

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘ছাত্রলীগ যদি আবার সহিংসতায় নামে, তাহলে ছাত্র-জনতা রাজপথে থেকে প্রতিহত করবে।’  





বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।  


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিরোধীরা বলছে, যতক্ষণ না দলটি গণহত্যার দায় স্বীকার করছে, ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।  

আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।

news