বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়।  

তিনি বলেন, ‘‘এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আপনজনকে বিদায় জানানোও সম্ভব ছিল না। এমন পরিবেশ যেন আর না ফিরে আসে।’’  

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘‘আল্লাহ উত্তরাধিকার ও বৈবাহিক সূত্রে সম্পর্ক সৃষ্টি করেছেন, তবে ঈমানের সম্পর্ক তার চেয়ে আরও শক্তিশালী।’’  

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

জামায়াত আমীর বলেন, উত্তম কর্ম মানুষকে স্মরণীয় করে রাখে। তিনি মরহুমা হাফেজা আসমা খাতুনকে কোরআনের দা’ঈ হিসেবে কবুল করে তার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।  
 

news