বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন তিনি।  

তারেক রহমান বলেন, ‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি, তবে লাভবান হবে স্বৈরাচারী শাসকরা। সংসদ পরিচালনা, মেয়াদকাল নির্ধারণ ও প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নিয়ে আলোচনা হতে পারে, তবে তা অতিরিক্ত না হওয়াই ভালো। রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’  

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। অস্ত্রের জোরে ডামি ও ভোটারবিহীন নির্বাচন হয়েছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ফলে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে।’  

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এম. এ. মান্নান। এছাড়া বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম।  

রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা নিয়ে আলোচনা চলবে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।

news