রিজভী: ‘অন্তরবর্তী সরকারের সমালোচনা হবেই, তবে ড. ইউনূসকে ব্যর্থ হতে দেব না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "অন্তরবর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, কিন্তু ড. ইউনূসকে ব্যর্থ হতে দেব না। কারণ, এ সরকার রক্ত ঝরিয়ে ক্ষমতায় এসেছে। তবে এখন আর এই ভয় নেই যে, আমাকে খুন করে ক্রসফায়ারে দেওয়া হবে।"

শনিবার, জাতীয় প্রেসক্লাবে ‘২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

রিজভী আরও বলেন, "ভারতের মিডিয়া শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করছে। তারা মনে করছে যে, বহুদিন ধরে তৈরি করা তাদের গুপ্তধন যেন এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। তাদের গণতান্ত্রিক সমাজের বিকাশ সহ্য করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি নিয়ে তাদের এই অবস্থান। এটা আমরা একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে আশা করিনি।" 

তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনা মনগড়া বক্তব্য দিচ্ছে, উসকানিমূলক কথা বলছে এবং অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতিনির্ধারকেরা তার পক্ষে অবস্থান নিচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।"

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে বক্তব্য রেখে শফিকুল আলম, প্রেস সচিব বলেন, "ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে একটি বড় ষড়যন্ত্র চলছে, যার সাথে ভারতের মিডিয়া জড়িত।"

এ সময়, ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

news