নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সারাদেশে কর্মসূচি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা এবং সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শনিবার, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য, গণতান্ত্রিক পথের অবিলম্বে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের মোকাবিলার জন্য আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সারাদেশে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।"
তিনি আরও জানান, এই কর্মসূচি জনমানুষের দাবি এবং দেশের চলমান পরিস্থিতির প্রতি সরকারের উদাসীনতার ফলস্বরূপ নেওয়া হয়েছে। বিএনপি তাদের এ আন্দোলনকে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে দাঁড় করিয়ে সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাবে।
উল্লেখ্য, বিএনপির এই উদ্যোগ সরকারকে জনগণের সামনে দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক স্বতন্ত্রতা পুনরুদ্ধারের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য।


