সামাজিক যোগাযোগ মাধ্যমে “গুলশান থেকে গ্রেপ্তার ওবায়দুল কাদের” শীর্ষক একটি তথ্য ভাইরাল হয়েছে। তবে এ দাবির সত্যতা নেই বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। তারা জানায়, এই গুজব একটি অখ্যাত ওয়েবসাইট ‘প্রিয়বাংলা২৪’-এর ভিত্তিহীন প্রতিবেদনের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে।
তদন্তে জানা যায়, ‘প্রিয়বাংলা২৪’ নামের ওয়েবসাইটে ৩১ মে তারিখে একটি বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে ওবায়দুল কাদেরকে গুলশান থেকে গ্রেপ্তারের দাবি করা হয়। কিন্তু সংবাদটিতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা সরকারি বিবৃতির উল্লেখ নেই।
এছাড়া তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওবায়দুল কাদের নন, বরং তার নামে পরিচয়দানকারী আসাদুজ্জামান হিরু। পুলিশের তথ্যমতে, হিরুকে একটি পূর্বের মামলায় গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তিনি একটি ছাত্র আন্দোলনে অর্থায়ন করেছেন এবং নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান বলে গুজব ছড়ালেও, ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে কোনো বিশ্বস্ত সংবাদ প্রকাশ পায়নি। বিভিন্ন সামাজিক মাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়ালেও দেশের মূলধারার কোনো গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন দেখা যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গুজব রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সেজন্য যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য বিশ্বাস করা উচিত নয়।
সুতরাং, ওবায়দুল কাদের গ্রেপ্তার সংক্রান্ত প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে।


