নতুন ২০ টাকার নোটে মন্দিরের ছবি সংযোজনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, এটি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় পরিচয়ের সাথে সাংঘর্ষিক। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ দাবি জানান।

তারা বলেন, পুরনো ২০ টাকার নোটে মসজিদের ছবি ছিল, কিন্তু নতুন নোটে তা পরিবর্তন করে মন্দিরের ছবি যুক্ত করা হয়েছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাষ্ট্রীয় প্রতীকে ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। এই পরিবর্তন জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করেছে।

বিবৃতিতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, এই উৎসব আমাদের আত্মত্যাগ, একতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে বিতর্কিত নোট প্রকাশ করে সরকারের একটি অংশ সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় পরিচয়কে উপেক্ষা করেছে।

হেফাজত নেতারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐক্যে ফাটল ধরাতে পারে। তারা অবিলম্বে এই নোট বাতিল করে নতুন করে সংস্কার করার দাবি জানান। সেই সঙ্গে যারা এই নকশার পেছনে যুক্ত, তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

পরিশেষে, দেশের ইসলামি চেতনার ধারক-বাহক রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে, হেফাজত নেতারা বলেন— ইসলাম, সংস্কৃতি ও দেশের ঐক্য রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

news