জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি জুন মাসের মধ্যেই নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণার পাশাপাশি ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, "ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দেশ-বিদেশের জনগণ আমাদের দলকে আর্থিক সহায়তা দিতে পারবেন। আমরা প্রতি বছর দলের আয়-ব্যয়ের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করব এবং সেটি নির্বাচন কমিশনে জমাও দেব।"
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক কাঠামোতে বিশ্বাস করি। ব্যক্তি বিশেষকে আর্থিক সহায়তা না দিয়ে সরাসরি দলের নির্ধারিত অ্যাকাউন্টে অর্থ প্রদানের আহ্বান জানাই।”
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দলের আর্থিক লেনদেনের হিসাব নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে অডিট করানো হবে। মিডিয়ায় এনসিপিকে ঘিরে যে সকল গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, এনসিপি বিশ্বাস করে—নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আর্থিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে এনসিপি গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
দলীয় নেতারা জানান, নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন হলে এনসিপি দেশের সকল বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে।


