ফিলিস্তিন ও ইরানে চলমান ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে একদিন 'সংহতি দিবস' পালনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা ও ইরানে সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবি জানান এবং এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বর্বর সন্ত্রাসী তৎপরতা হিসেবে আখ্যায়িত করেন।

সাইফুল হক বলেন, “গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যেই ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। এটি মূলত আরব অঞ্চলে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্ব কায়েমের গভীর ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “মার্কিন পৃষ্ঠপোষকতায় ইসরায়েল একটি আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। আরব বিশ্বের বিভক্তিকে পুঁজি করে তারা নিজেদের দমনমূলক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।”

সমাবেশে সাইফুল হক আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান—ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তিনি ইসরায়েলকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

তিনি বলেন, “বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান—আগামী এক সপ্তাহের মধ্যে একদিন ‘সংহতি দিবস’ ঘোষণা করে ফিলিস্তিন ও ইরানের জনগণের পাশে দাঁড়ান।”

ঢাকা মহানগর কমিটির এই আয়োজনে সভাপতিত্ব করেন মীর মোফাজ্জল হোসেন মোশতাক। বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আকবর খান, সাইফুল ইসলাম, আবুল কালাম, মীর রেজাউল, জামাল সিকদার ও বাবর চৌধুরী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, বিশ্বব্যাপী চাপ না সৃষ্টি হলে আরব বিশ্বে শান্তি ফিরবে না।

news