বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি স্থানীয় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, গোয়েন্দা ব্যর্থতা এবং পুলিশ-সেনার ওপর অত্যধিক নির্ভরশীলতার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে।
হাছান মাহমুদ জানান, তিনি বর্তমানে কলকাতায় অন্যান্য নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রেখে দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন। তার মতে, "আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে। দলনেত্রী শেখ হাসিনা বিদেশ থেকেই দলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।"
তবে হাছান মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকার আদালত তার পরিবারের ১২১টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন।
কলকাতার নিরাপত্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশের বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী ও নেতা বর্তমানে কলকাতার নিউটাউন ও রাজারহাট এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই নেতাদের চলাফেরা পর্যবেক্ষণ করলেও, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার পরিকল্পনা নেই বলে জানা গেছে। তবে কয়েকজন নেতাকে "অনুচিত আচরণের" জন্য সতর্ক করা হয়েছে।
হাছান মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা সংগঠনকে শক্তিশালী করছি। সঠিক সময়ে বাংলাদেশে ফিরে আমাদের রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করব
