ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জুলাই আন্দোলনের ইতিহাস নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় তার ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
সাদিক কায়েম বলেন, "জুলাই বিপ্লবের নায়ক হচ্ছেন আমাদের শহীদরা ও গাজীরা।" তিনি জোর দিয়ে বলেন, ইন্টারনেট বন্ধ ও কারফিউয়ের মধ্যেও আন্দোলন চালিয়ে নিতে তার ভূমিকা ছিল। এসময় নয় দফা কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে মিডিয়ায় তা পৌঁছে দেওয়ার কাজ তিনি করেছেন বলেও দাবি করেন।
নাহিদ ইসলামের দাবি খণ্ডন করে সাদিক চ্যালেঞ্জ ছুড়ে দেন, "আমি কখনো 'সমন্বয়ক' পরিচয়ে কোনো কিছু দখল করেছি - এমন একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না।" তিনি বলেন, ৫ আগস্টের পর আহত ও শহীদ পরিবারদের সহায়তায় কাজ করেছেন।
তিনি আরও বলেন, "যারা ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন, তারাই পরে বিপ্লবী সাজতে চাইছেন।" সাদিকের মতে, এভাবে বিভ্রান্তি ছড়ালে আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত হবে।
জুলাই আন্দোলনকে সকল মতের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম হিসেবে উল্লেখ করে সাদিক বলেন, "এখন কেউ যদি চেতনার রাজনীতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাব।"
