সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিতে হলে তা অবশ্যই জাতীয় সংসদের ভেতরে থেকেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংসদের বাইরে এই ধরনের কোনো উদ্যোগের সুযোগ নেই বলেও তিনি জানান।

শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীর এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, সংবিধান সংশোধন করতে হলে তা হতে হবে জনগণের রায় এবং সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক দল চাইলে একতরফাভাবে তা করতে পারবে না। এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হলে আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে স্বচ্ছতা বজায় রেখে সংসদের ভেতরে থেকেই সেটি করতে হবে। বাইরে থেকে পরিবর্তন আনার চেষ্টা হলে তা গণতন্ত্রবিরোধী বলেই বিবেচিত হবে।

এ সময় তিনি রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বলেন, কেবল সংস্কার করলেই চলবে না, আমাদের রাজনৈতিক আচরণেও পরিবর্তন আনতে হবে। সহনশীলতা ও মতামতের প্রতি সম্মান থাকা না থাকলে সংস্কার কোনো কাজে আসবে না।

দেশকে সামনে এগিয়ে নিতে হলে ঐক্য দরকার জানিয়ে আমীর খসরু বলেন, বিরোধী দলগুলোর মধ্যে এখনও ঐক্য অটুট রয়েছে। ৫ আগস্টের পর কেউ কেউ বলছেন, ঐক্য ভেঙে গেছে। কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি।

তার মতে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মত ও চিন্তা থাকবেই। সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। যেসব বিষয়ে একমত হওয়া যাবে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। আর বাকিগুলোর জন্য জনগণের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়েই সংসদে তা অনুমোদন করতে হবে। এভাবেই গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

 

news