বয়স যাইহোক, ফিটনেস ও পারফরমেন্স ঠিক থাকলে যেকেউ দলে জায়গা পাবে: নান্নু

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ৮ বছর পর জাতীয় দলে জায়গা হয়েছে রনি তালুকদার ও শামীম পাটোয়ারীর। এছাড়াও নতুন তিন মুখকেও ডাকা হয়েছে দলে।

সর্বশেষ বিপিএলে পারফর্ম করে স্কোয়াডে সুযোগ হয়েছে তানভীর আহমেদ, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজার। বৃহস্পতিবার দল নির্বাচনের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

তিনি বলেন, এক বছরের পরিকল্পনা নিয়ে এগোবে টি-টোয়েন্টি দল। বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোবো। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা। 

তিনি আরো বলেন, আমরা ফিটনেসকে বেশ গুরুত্ব দিয়েই দল সাজিয়েছি। ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।

এনবিএস/ওডে/সি 

news