ফুটবলপ্রেমীদের জন্য মহারণের দিন এগিয়ে আসছে! ২৬ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এই লড়াইয়ে থাকছেন না দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলই অনুশীলনে ব্যস্ত। ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, আর ২১ মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। তবে আসল আকর্ষণ ২৬ মার্চের হাইভোল্টেজ লড়াই।

মেসির চোট আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হলেও দল ইতোমধ্যেই তার বিকল্প পরিকল্পনা সাজিয়েছে। ইনফর্ম স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে ঘিরেই আক্রমণ গড়বেন কোচ লিওনেল স্কালোনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা আলভারেজ এরই মধ্যে ২৩ গোল করে নজর কেড়েছেন, আর মার্টিনেজের গোলসংখ্যা ১১। তাদের সঙ্গে থাকবেন নিকোলাস গঞ্জালেস, যিনি নিজের কার্যকারিতার জন্য ইতোমধ্যেই আলোচিত।

ব্রাজিল শিবিরেও দুশ্চিন্তার শেষ নেই। বিশ্বকাপ বাছাইপর্বে ছন্দে নেই সেলেসাওরা। ১২ ম্যাচে ৫ জয় ও ৩ হারে বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে দারিভাল জুনিয়রের দল। কলম্বিয়ার বিপক্ষে জয় না পেলে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই আরও কঠিন হয়ে যাবে। নেইমারকে স্কোয়াডে রাখলেও ফের ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি।

এই দুই ঐতিহাসিক প্রতিপক্ষের লড়াই সবসময়ই উত্তেজনায় ভরা থাকে। তবে মেসি-নেইমার ছাড়া ম্যাচের সমীকরণ কেমন হবে, সেটাই এখন বড় প্রশ্ন!

news