বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো লেস্টার সিটির এফএ কাপজয়ী মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই ম্যাচ ঘিরে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

ঘোষিত দলে স্বাভাবিকভাবেই সবার চোখ হামজার ওপর। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তারকা বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা তরুণ প্রতিভা ফাহমিদুল ইসলাম দলে জায়গা পাননি।

সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ২৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ৩ জন বাদ পড়েছেন। শেষ মুহূর্তে দলে জায়গা পাননি আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। তবে ফরোয়ার্ড হিসেবে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আল আমিন।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।

ভারতের বিপক্ষে এই ম্যাচে হামজার পারফরম্যান্সের দিকে থাকবে সবার নজর। জাতীয় দলে তার সংযুক্তি বাংলাদেশকে নতুন শক্তি এনে দেবে বলে আশা করছে ফুটবলপ্রেমীরা।

news