এশিয়া কাপের মূল পর্বের প্রস্তুতি হিসেবেই আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে আজ শুক্রবার ২৪ অক্টোবর বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হবে তহুরা-ঋতুপর্ণারা।

 প্রস্তুত টাইগ্রেসরা

বৃহস্পতিবার সকালে কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে শেষ অনুশীলন সেরে নিয়েছে দল। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বলেন, “দল প্রস্তুত, আমাদের লক্ষ্য স্পষ্ট—জয়ের জন্যই খেলব।”

থাইল্যান্ড শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ পিটার বাটলার জানালেন, “আমরা ভয় পাচ্ছি না। মেয়েরা এখন অনেক পরিণত ও প্রতিযোগিতামুখী। মাঠে নিজেদের সেরাটা দিতে চাই।”

 এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
তার আগে প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আফিফা-মনিকার দল।
আজকের পর দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার ২৭ অক্টোবর।

এরপর দেশে ফিরে ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবে টাইগ্রেসরা।

 অতীত রেকর্ড বলছে কঠিন লড়াই

এর আগে মাত্র একবার থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
২০১৩ সালের এশিয়ান কাপ বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল লাল-সবুজের মেয়েরা—যা এখনো বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় ব্যবধানের হার।

তবে এবার দৃশ্যপট ভিন্ন। নারী ফুটবলে এখন আত্মবিশ্বাসী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দল হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।
মনিকা-রুপনারা তাই এই ম্যাচে পুরনো হারের বদলা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

news