মিরপুরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের লড়াই ছিল দেখার মতো। ২-১ ব্যবধানে সেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেও স্পিনের দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের দলে আরও একজন স্পিনার যুক্ত করে শক্তি বাড়িয়েছে।
চোটের কারণে পেসার শামার জোসেফ ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে এসেছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই খবর নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এই সংযোজনের ফলে ওয়েস্ট ইন্ডিজ দলে এখন তিনজন বাঁহাতি স্পিনার—আকিল হোসেন, গুডাকেশ মোটি ও খ্যারি পিয়েরে। এই তিনজনই ওয়ানডে সিরিজে খেলেছিলেন।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তাদের স্পিনারদের ওপরই বেশি ভরসা করেছিল। দ্বিতীয় ওয়ানডেতে তো পুরো ইনিংসই স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছিল সফরকারীরা।
টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
