ভারতীয় নারী ক্রিকেট দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। পুরো দেশজুড়ে এখনও সেই জয়ের উৎসব চলছেই। এর মধ্যেই ভক্তদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা। ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার এখন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন।
ভারতের বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক ও ভারতীয় সংগীত পরিচালক পলাশকে বিয়ে করতে যাচ্ছেন স্মৃতি। এই বিয়ে হবে ২০ নভেম্বর, স্মৃতির নিজ শহর মহারাষ্ট্রের সাংলিতে।
স্মৃতির শৈশব ও কৈশোর কেটেছে সাংলির মাধবনগরেই। আর এই একই জায়গাতেই হবে তার বিয়ের অনুষ্ঠান। যেন নিজের জন্মভূমিতেই জীবনসঙ্গীর হাত ধরা।
স্মৃতি ও পলাশের সম্পর্কটা সর্বসাধারণের আলোচনায় আসে ২০২৪ সালে। তখন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়। পলাশ পেশায় একজন ভারতীয় সংগীত পরিচালক এবং গীতিকার।
আসলে এই জুটির প্রেমের শুরুটা হয়েছিল আরও আগে, ২০১৯ সাল থেকে। গত জুলাই মাসে তারা তাদের সম্পর্কের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তাদের প্রেমের কথা।
ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম প্রধান এই খেলোয়াড় স্মৃতি মান্দানা। সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি এনেছেন ঐতিহাসিক সাফল্য। আর এখন তিনি শুরু করতে যাচ্ছেন ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায়। ক্রিকেট মাঠে যেমন সফল, ব্যক্তিজীবনেও সেই সাফল্য ধরে রাখতে চলেছেন তিনি।
                                
                                
	
                                
                    
                                                                                    