লখনউ সুপার জায়ান্টস এলএসজি-এ ঘটেছে এক বড় পরিবর্তন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ টম মুডিকে নিয়োগ দিতে যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। তিনি দায়িত্ব নেবেন গ্রুপের গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে।

এই নিয়োগের ফলে টম মুডিই হয়ে যাচ্ছেন গোটা সুপার জায়ান্টস গ্রুপের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। অর্থাৎ, এখন থেকে তিনিই নেতৃত্ব দেবেন লখনউ সুপার জায়ান্টস, ডারবান সুপার জায়ান্টস  এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার অরিজিনালস-কে—যার নাম শিগগিরই বদলে ‘ম্যানচেস্টার সুপার জায়ান্টস’ রাখা হতে পারে।

আইপিএলজয়ী কোচ আবার ফিরলেন দলে

আইপিএলে টম মুডি ইতিমধ্যেই পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকলেও এবার আবারও ফিরছেন কোচিং জগতে।

অভিজ্ঞ এই কোচ সম্প্রতি দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছেন। এর আগে আইএলটি২০ লিগেও দুর্দান্ত পারফর্ম করেন, যেখানে তার দল ডেজার্ট ভাইপার্স ২০২৩ ও ২০২৫—দুইবারই রানার-আপ হয়েছিল।

এই সফলতার কারণেই ওভাল ইনভিন্সিবলস তাকে রাখতে চাইলেও, টম মুডি শেষমেশ লখনউয়ের প্রস্তাব গ্রহণ করেন।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, “সারে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক) উভয়েই মুডিকে রাখতে আগ্রহী ছিল। তবে লখনউ তাকে বড় দায়িত্বের প্রস্তাব দেয়—আর সেখানেই রাজি হন মুডি।”

কতদিন থাকছেন টম মুডি?

আইপিএলের অন্যতম ‘অস্থিতিশীল’ দল হিসেবে খ্যাত লখনউ সুপার জায়ান্টস। প্রায়ই কোচিং স্টাফে পরিবর্তন দেখা যায়। গত মৌসুমেই কিংবদন্তি জহির খানকে মেন্টর হিসেবে নিয়েছিল দলটি, কিন্তু হঠাৎ করেই তার সঙ্গে সম্পর্কের ইতি ঘটে। এবার সেই শূন্যস্থান পূরণ করবেন টম মুডি।

তবে, মুডির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির চুক্তির মেয়াদ এখনো প্রকাশ করা হয়নি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অফিসিয়াল ঘোষণা দেওয়ার সময়ই বিস্তারিত জানানো হবে।

কেন উইলিয়ামসনও যোগ দিলেন লখনউ দলে

অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, যিনি এসএ২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেন, তাকেও লখনউ সুপার জায়ান্টস নিয়োগ দিয়েছে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে।

তার সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে আসছেন কার্ল ক্রো। দলটির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ফাস্ট বোলিং কোচ ভরৎ অরুণ আগের মতোই তাদের দায়িত্বে থাকছেন।

আইপিএলের নতুন দলগুলোর মধ্যে লখনউ সুপার জায়ান্টস অন্যতম। ২০২২ ও ২০২৩—দুই মৌসুমেই দলটি প্লে-অফে উঠেছিল, তবে এরপর তাদের পারফরম্যান্স নেমে আসে। এখন দেখা যাক, টম মুডির নেতৃত্বে লখনউ আবারও উড়াল দিতে পারে কি না।

 

news