একদম মেসি-শো! যখন ম্যাচ সমতায়, প্রতিপক্ষ চেপে ধরেছে, তখনই জ্বলে উঠলেন লিওনেল মেসি। একটা অসাধারণ বল কেড়ে নিয়ে দুই জনের মাঝ দিয়ে রদ্রিগো দে পলকে গোল বানিয়ে দিলেন। শেষ মুহূর্তে আরেকটা অ্যাসিস্ট – আর ইন্টার মায়ামি ঘরে তুলে নিল প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ!
বাংলাদেশ সময় রোববার সকালে নিজেদের মাঠে ভ্যাংকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মেসির দল। মাত্র ২০১৮ সালে গঠিত এই ক্লাবের তিনটি বড় শিরোপাই এল মেসির হাত ধরে – ২০২৩-এ লিগস কাপ, গত মৌসুমে রেকর্ড পয়েন্টে সাপোর্টার্স শিল্ড, আর এবার এমএলএস কাপ!
এই জয়ে মেসির ক্যারিয়ারের শিরোপা হলো ৪৭টি, সিনিয়র ফুটবলে ৪৪তম। আর তাঁর পুরনো বার্সা সতীর্থ জর্দি আলবা ও সের্হিও বুসকেতসের ক্যারিয়ারের শেষটা হলো শিরোপা উৎসবে।
ম্যাচের শুরুতেই আট মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। ৬০ মিনিটে ভ্যাংকুভার সমতায় ফেরায়। তারপর তারা চেপে ধরে। কিন্তু মেসি ম্যাজিক! প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে দুই জনের মাঝ দিয়ে দে পলকে দারুণ পাস – গোল! যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আলবার লম্বা ক্রস বুক দিয়ে নামিয়ে তাদেও আইয়েন্দেকে দিলেন – সহজ গোল!
প্লে-অফে আইয়েন্দে ৯ গোল করে রেকর্ড গড়লেন। আর মেসি? গোল-অ্যাসিস্ট মিলিয়ে ১৫ গোলে অবদান – এটাও রেকর্ড! নিয়মিত মৌসুমে যেমন ছিলেন অপ্রতিরোধ্য, প্লে-অফেও তাই। ফাইনালের এমভিপি তো তাঁরই হওয়ার কথা – আর হলো! টানা দুইবার এমএলএস-এর সেরা খেলোয়াড় এখন শুধুই লিওনেল মেসি!
