দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ ২-১ জিতে ভারত যখন উৎসবে, তখনই সুখবর দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি ভাইস-ক্যাপ্টেন শুভমান গিল পুরোপুরি সুস্থ! আগামী ৯ থেকে ১৯ ডিসেম্বরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবকটি ম্যাচেই খেলবেন তিনি।

৩ ডিসেম্বর ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে গিলের নাম ছিল, কিন্তু ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছিল। গম্ভীর সাফ জানালেন, “হ্যাঁ, শুভমান একদম রেডি। এজন্যই তাকে নেওয়া হয়েছে। সে ফিট এবং মাঠে নামার জন্য খুব উন্মুখ।”

গত টি-টোয়েন্টি গিল খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার ওপেন করবেন আবেশ শর্মার সঙ্গে। সূর্যকুমার যাদব অধিনায়ক, গিল তাঁর ডেপুটি।

গলার চোটে ছিটকে গিয়েছিলেন গিল
কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট করতে নেমে গলায় চোট পান গিল। মাত্র কয়েকটা বল খেলে রিটায়ার্ড হার্ট হন, দ্বিতীয় ইনিংসেও নামতে পারেননি। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টও মিস করেন। ঋষভ পন্তের নেতৃত্বে সেই ম্যাচে ভারত ৪০৮ রানে হেরে সিরিজ ২-০ হারায়।

তারপর তিন ম্যাচের ওডিআই সিরিজেও ছিলেন না গিল। তবু ভারত ২-১ জিতে নেয় ৬ ডিসেম্বর।

হার্দিক পান্ডিয়াও ফিরছেন ধামাকা করে
গিলের সঙ্গে বড় কামব্যাক আরেকজনের। হার্দিক পান্ডিয়া! এশিয়া কাপ ২০২৫-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে চোট পেয়ে ফাইনালসহ অনেকদিন বাইরে ছিলেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বরোদার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ২২৩ রানের টার্গেট এক ওভার বাকি থাকতে তাড়া করেন। বল হাতেও ৪ ওভারে ১-৫২।

১২০ টি-টোয়েন্টিতে হার্দিকের ১৮৬০ রান ও ৯৮ উইকেট। এবার আবার জ্বলে উঠতে প্রস্তুত।

পাঁচ ম্যাচের সিরিজ শুরু ৯ ডিসেম্বর কটকে। তারপর নিউ চন্ডীগড়, ধর্মশালা, লখনউ ও আহমেদাবাদ।

 

news