প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

শেরপুরে বর্ষণ ও পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ২ ইউনিয়নের দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়ি ঘরেও পানি ঢুকে পড়েছে।

শেরপুরে বর্ষণ ও পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ২ ইউনিয়নের দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

অপরদিকে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকার  গ্রামগুলোতেও পাহাড়ী ঢলের পানি প্রবেশ করেছে।

শেরপুরে বর্ষণ ও পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ২ ইউনিয়নের দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি উঠার কারণে সরকারি কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।

শেরপুরে বর্ষণ ও পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ২ ইউনিয়নের দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ঝিনাইগাতী উপজেলা প্রশাসন বন্যার্তদের পাশে রয়েছে এবং থাকবে সবসময়। বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হবে। 

news