দুই কৃষকের আত্মহত্যা: ভিসেরা পরীক্ষায় কীটনাশকের উপস্থিতি শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ প্রধান ডা. অধ্যাপক কফিল উদ্দিন বলেন, আমরা ২ কৃষকের শরীরে অর্গানোফসফরাস যৌগের উপস্থিতি পেয়েছি।তিনি বলেন, 'অর্গানোফসফরাস এক ধরনের বিষ যা বিভিন্ন কীটনাশকের ফসফরিক অ্যাসিড থেকে আসে।

ফরেনসিক চিকিৎসকরা ২ কৃষকের মরদেহ ময়নাতদন্তের সময় ভিসেরা সংগ্রহ করেন এবং পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষাগারে পাঠান। 

অভিনাথ ও রবি গত ২৩ মার্চ ইশ্বরীপুর গ্রামের একটি গভীর নলকূপের কাছে দাঁড়িয়ে কীটনাশক পান করেন। অভিনাথ সেদিন রাতেই মারা যান এবং রবি মারা যান ২৫ মার্চ।

অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম ও রবির ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে গভীর টিউবওয়েল অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে গোদাগাড়ী থানায় পৃথক মামলা দায়ের করেন।

news