আলবেনিয়ার রাজধানী তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনের সমাপনী আলোচনায়  প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক

আলবেনিয়ার তিরানায় বিশ্বের ৮০টি দেশের ১৪০ জন প্রতিনিধির উপস্থিতিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলন (আইসিআইসি) বুধবার (৫ জুন) শেষ হয়। 

সমাপনী অনুষ্ঠানে তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক “Transparency and digital age: the Information Commissioner’s role and citizen empowerment” বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আলোচনায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং অসমতা দুর করে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, তথ্য অধিকার আইন মেনে চলা এবং তথ্য অস্বীকার বা দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ তদন্ত করে সরকারি জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সমাজের সংগঠনগুলোকে শক্তিশালী করা, সর্বোত্তম অনুশীলনের আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী তথ্যের অধিকারকে উন্নীত করার জন্য আইসিআইসি এর মতো মাল্টিস্টেকহোল্ডারদের সহযোগিতার যে প্রচেষ্টা তার বিনিময় প্রভৃতি বিষয়ে আইসিআইসি সদস্যগণ প্রতিশ্রুতি দেন।

news