খাগড়াছড়ির রামগড়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলমান এসএসসি পরীক্ষার সময়ে অবৈধভাবে চালু রাখা দুটি কোচিং সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২০ এপ্রিল রবিবার সকালে রামগড় পৌরসভার হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিনের নেতৃত্বে অভিযানে সেলিম পাটোয়ারি হীরা ও মিঠু বড়ুয়া নামে দুই মালিককে 'স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯'-এর ধারা ৮০ অনুযায়ী ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোচিং সেন্টার দুটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

মজার বিষয় হলো, জরিমানাপ্রাপ্ত সেলিম পাটোয়ারি হীরা স্থানীয় থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মিঠু বড়ুয়া রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। তাদের এই অনিয়ম শিক্ষক সমাজের জন্য চরম লজ্জার বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

#রামগড় #অবৈধ_কোচিং #জরিমানা #শিক্ষা_অনিয়ম #খাগড়াছড়ি

news