পদত্যাগ করে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা
হাজারো আন্দোলনকারী সোমবার বেলা তিনটার দিকে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন দখল করে নেয়। শেখ হাসিনা বা তার পরিবারের কোনো সদস্য এ সময় গণভবনে ছিলেন না।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে আগেই বঙ্গভবনে চলে যান। সেখান থেকে একটি হেলিকপ্টারযোগে তারা দেশ ছাড়েন। হেলিকপ্টারের গন্তব্য ভারতের পশ্চিমবঙ্গ বলে জানা গেছে।
দেশ ছাড়ার আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।


