আজ ১৭ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, অ্যাডভোকেট ড. মোহাম্মদ জিয়াউর রহিম শাহীন।  

সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক মঙ্গলবার তাকে এ পদে মনোনীত করা হয়। ড. শাহীন দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সুনাম ও দক্ষ নেতৃত্বের জন্য বিদ্যালয়ের অভ্যন্তরীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।  

ড. জিয়াউর রহিম শাহীন ২০০৩ সালে প্রকাশিত সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, সাহিত্যিক এবং কলামিস্ট হিসেবে খ্যাতি লাভ করেছেন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং একাধিক হামলা ও মামলা মোকাবিলা করেছেন।  

এ্যাডভোকেট শাহীন অত্যন্ত ভদ্র, শালীন ও সুশিক্ষিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর নতুন দায়িত্ব গ্রহণে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।  

ড. মোহাম্মদ জিয়াউর রহিম শাহীনকে আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মনোনয়ন দেওয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা জানানো হয়েছে।  

news