ঢাকা বোট ক্লাব লিমিটেড (ডিবিসিএল) গত বৃহস্পতিবার ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক তাহসিন আমিনকে ক্লাব থেকে বহিষ্কার করেছে। তুরাগ নদীর কোলজুড়ে সবুজে ঘেরা এই অভিজাত ক্লাবের নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এটি প্রথমবার নয় যখন ঢাকা বোট ক্লাব বিতর্কের কেন্দ্রে। এর আগেও ক্লাবটির নির্বাহী কমিটি থেকে বহিষ্কার হয়েছিলেন ব্যবসায়ী নাসির উ মাহমুদ, যাকে জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় ক্লাব সভাপতি হিসেবে সিদ্ধান্ত নেন বেনজীর আহমেদ নিজেই, যেখানে উপস্থিত ছিলেন আরও আট সদস্য ও ক্লাব উপদেষ্টা রুবেল আজিজ।

কিন্তু এবার ঘুরে ফিরে সেই বেনজীর আহমেদই বহিষ্কারের খড়গের নিচে। ক্লাব সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস ধরে বিভিন্ন স্তরে তদন্তের পর বেনজীর আহমেদ ও তাহসিন আমিনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তহবিল তসরুপের অভিযোগ উঠে আসে। একটি স্বনামধন্য অডিট ফার্মের মাধ্যমে এই অনিয়ম নিশ্চিত হওয়ার পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ক্লাব পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আইনি পদক্ষেপও নেওয়া হবে।

এদিকে গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে ১১ কোটি ৩৪ লাখ টাকা অর্থ পাচারের মামলা দায়ের করে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বেনজীরের স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীর।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বও সামলেছেন। গত বছরের ৪ মে তিনি পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে যান। বর্তমানে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকা বোট ক্লাবের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে একজন সাবেক পুলিশ প্রধান এমন অভিযোগের মুখে পড়লেন? আবার অনেকে ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যারা মনে করছেন প্রতিষ্ঠানটি নিজেদের ভুল শুধরে নিচ্ছে।

এখন দেখার বিষয়, আদালত ও দুদকের তদন্তে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয় কিনা। আর ঢাকা বোট ক্লাব কি সত্যিই তাদের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পারবে, নাকি এটি হবে আরেকটি ক্ষমতার লড়াইয়ের অধ্যায়? খবর ইউএনবির

#বেনজীর_আহমেদ #ঢাকা_বোট_ক্লাব #আর্থিক_অনিয়ম #দুদক #ইন্টারপোল

news