পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের সমস্যার ৮০ শতাংশই শুরু হয় দেশ থেকেই, বিদেশে গিয়ে নয়। তাই গন্তব্য দেশে পৌঁছানোর আগেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, বাকি ২০ শতাংশ সমস্যা বিদেশে হলেও, সেগুলো সমাধানের দায়িত্ব আমাদের মিশনগুলোর উপরই বর্তায়। কিন্তু সীমিত জনবল ও সম্পদ নিয়ে এত বড় দায়িত্ব পালন করা সহজ নয়।

তৌহিদ হোসেন ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে 'ফরেন সার্ভিস ডে ২০২৫' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ১৯৭১ সালের এই দিনে কলকাতায় অবস্থিত পাকিস্তান ডেপুটি হাইকমিশন দখল করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন দেশের প্রথম কূটনীতিকরা। এটি ছিল আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐতিহাসিক ঘোষণা। অনুষ্ঠানে keynote speaker হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর।

উপদেষ্টা হোসেন উদাহরণ দিয়ে বলেন, সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি কাজ করেন। তাদের সবাই যদি আইন মেনেও চলেন, তবু নানা সমস্যায় পড়তে হয়। কিন্তু সেখানে আমাদের মিশনে কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মাত্র ৫০ জন। এত অল্প জনবল দিয়ে লাখো মানুষের সমস্যা সমাধান কীভাবে সম্ভব? তাই সমস্যার মূল কারণ দেশ থেকেই দূর করতে হবে।

তিনি মিশন কর্মীদের উদ্দেশে বলেন, "প্রবাসীরা সাধারণত কষ্টে পড়েই আমাদের দ্বারস্থ হয়। কেউ কেউ হয়তো সমস্যা সৃষ্টি করেন, কিন্তু বেশিরভাগ মানুষই সাহায্য চাইতে আসেন। তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে।" তিনি আরও জানান, কনস্যুলেট অফিসগুলোতে জনবল বৃদ্ধির কাজ চলছে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেন, ফরেন সার্ভিস ডে শুধু অতীতকে স্মরণ করার দিন নয়, ভবিষ্যতের দায়িত্ব নেওয়ারও দিন। "এটি চাকরি নয়, দেশের মর্যাদা রক্ষার দায়িত্ব," তিনি যোগ করেন। হুমায়ুন কবীর বলেন, "১৯৭১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।"

অনুষ্ঠানে সাবেক কূটনীতিক ও কর্মকর্তাদের নিয়ে কেক কাটা হয়। খবর ইউএনবির

#প্রবাসী_বাংলাদেশী #ফরেন_সার্ভিস_ডে #মigrant_রাইটস #Bangladesh_Missions #সমস্যা_সমাধান

news