অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে হবে: ওবায়দুল কাদের
বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেরে বাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। তিনি রাজনীতি করতেন গণমানুষের জন্য।
শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করার শপথ নিতে বলেন ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।