ঈদের ছুটি শুরু না হলেও শেকড়ের টানে বাড়ির ছুটছে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় সড়কের দুর্ভোগ ও যানজটের কথা চিন্তা করেই আগেভাগে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে পাড়ি দিচ্ছেন। কেউ আবার পরিবারের সদস্যদেরকে ঈদের ছুটির আগেই পাঠিয়ে দিচ্ছেন নিজ নিজ গ্রামে। এতে মহাসড়কে চাপ বাড়ছে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার দেয়া হচ্ছে পহেলা মে’র অগ্রিম টিকিট। কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা দুটি কাউন্টার রয়েছে।

যাত্রীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যাচ্ছে না। অনলাইনে টিকিট খুঁজে বিফল হওয়া যাত্রীরা বলছেন, সকালে সার্ভার চালু হওয়ার কিছুক্ষণ পরই দেখা গেল টিকিট নেই। বাধ্য হয়ে কমলাপুরে এসেছেন তারা।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, এবার ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারবেন। সবাই যদি ট্রেনে করে বাড়ি যেতে চান সেটা কোনো অবস্থাতেই সম্ভব না।

news