নীলসাগর ট্রেন দুই ঘণ্টা দেরিতে কমলাপুর থেকে ছেড়ে গেছে, যাত্রীদের ক্ষোভ

রাজধানী কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন্ন গন্তব্যে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনে অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ঐসব ট্রেনের যাত্রীদের মধ্যে ঈদ উচ্ছাস দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস বেশ বিলম্বে স্টেশন ছেড়েছে। বিলম্বে ছেড়ে যাওয়া নীলসাগরের যাত্রীদের ভোগান্তিও পোহাতে হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্মে না আসায় যাত্রীদের প্ল্যাটফর্মে অসহনীয় গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এনিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। তবে ট্রেনটি সকাল ৮টা ৫২ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ দুই ঘণ্টা ১২ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস।

এছাড়া চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। তবে সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ট্রেনটি স্টেশন ছাড়েনি। ঈদযাত্রার শুরুর দিন থেকেই বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের পেছনে রেলওয়ের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

নীলসাগর এক্সপ্রেসে যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময়ের বেশ আগেই স্টেশনে পৌঁছেছি। তবে প্ল্যাটফর্মে ট্রেনই এসেছে দেরিতে। এ গরমে বাচ্চা ও বয়স্ক স্বজনদের নিয়ে চরম বিপাকে পড়েছি। আমাদের এ ভোগান্তি দেখার কেউ নেই। রেলওয়ের এ অব্যবস্থাপনা আর কবে ঠিক হবে?

news