সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড়

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল দেখা যায়। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও সদরঘাট কেন্দ্রিক সব রাস্তায় ব্যাপক যানজট দেখা যায়। 

সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, সবগুলো রুটের লঞ্চে মানুষের ভিড়ের একই চিত্র দেখা গেছে। দুর্ভোগ ও বাড়তি ভাড়া নিয়ে যাত্রীরা অভিযোগ করেছেন। যাত্রীদের সামলাতে হিমশিম খাচ্ছে নৌ-পুলিশসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। 

লঞ্চ মালিকেরা বলছেন, সরকারি-বেসরকারি অফিস ছুটির পরপরই ঈদ উপলক্ষে বাড়ি যেতে চাওয়া মানুষ সদরঘাটের দিকে ছুটতে শুরু করে। ঈদের ছুটির প্রথম দিন হওয়াতে যাত্রীর চাপ বেড়েছে। এবারে একটু বেশি যাত্রী পেয়ে করোনার কারণে গত দুই ঈদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নিয়ম অনুসরণ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যসহ যাবতীয় সকল নিয়মকানুন মেনে যাত্রীদের টিকিট দিচ্ছি। 

এম ভি তাসফিয়া লঞ্চের এক যাত্রী শরিফ জানান, ঈদকে সামনে রেখে লঞ্চের ভাড়া বেশি নিচ্ছে। আমরা ৪০০ টাকা করে ভাড়া দিয়ে ভোলা গেলেও এখন ৫০০-৫৫০ টাকা নেয়া হচ্ছে, আর কেবিন তো সোনার হরিণ!

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শেষ কর্মদিবসেও অনেকেই ঢাকা ছেড়েছেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে গতকাল ১১০টি লঞ্চ ছেড়ে গেছে। 

news