মৃত্যু নেই টানা ১১ দিনে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন নমুনা সংগ্রহ ২ হাজার ৭০৭ জনের মধ্যে পরীক্ষা ২ হাজার ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক, কোভিড ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ জাকির হোসেন খান করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। দেশে টানা ১১দিনে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি।
অধিদপ্তর জানিয়েছে, রোববার ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৫শতাংশ আগের দিন এর হার ছিলো শূন্য দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯৩ জন। এ পর্যন্ত ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়েছেন। করোনা মহামারীতে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ৯৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।