রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্রদর্শন করছে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ কমার্শিয়াল হোটেল মুড টিভি। এই টিভিকে বলা হচ্ছে ‘অল ইন ওয়ান হোটেল সার্ভিস সলিউশন’। 

ওয়ালটনের হোটেল মুড গুগল সার্টিফাইড এন্ড্রয়েড স্মার্ট টিভিতে গ্রাহকের চাহিদা অনুসারে কাস্টমাইজড হোটেল সার্ভিস ফিচারের ব্যবস্থা রয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) সকালে সোনারগাঁও হোটেলের বল রুমে শুরু হয় ৩ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২২। চলবে ৪ জুন পর্যন্ত। মেলায় অংশগ্রহণকারী ট্যুর অপারেটর, হোটেল, এয়ার লাইনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রয়েছে। পাশাপাশি ওয়ালটনের রয়েছে কমার্শিয়াল হোটেল মুড টিভি ডিসপ্লে সেন্টার।

ওয়ালটন সূত্র মতে, বাংলাদেশে ওয়ালটনই প্রথম কমার্শিয়াল হোটেল মুড টিভি উৎপাদন ও বাজারজাত করছে। এই টিভিতে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অসংখ্য কাস্টমাইজড হোটেল সার্ভিস ফিচারের ব্যবস্থা রয়েছে। ওয়ালটন টিভির সফটওয়্যারে হোটেল কর্তৃপক্ষ তার ইচ্ছামতো অসংখ্য সার্ভিস তথ্য যেমন- টিভির স্ক্রিনে রুম নম্বর, হোটেলের লোগো, তারিখ ও সময়, গ্রাহককে স্বাগত অভিবাদন প্রদান ইত্যাদি ডেটা ইনপুট দিতে পারবেন। 

ওয়ালটন হোটেল মুড টিভিতে গ্রাহক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম দেখার পাশাপাশি তার হোটেলের রুম নম্বর, খাবার মেন্যু, রেস্টুরেন্ট, ক্যাফে, ফিটনেস ও স্পা, শপ, স্থানীয় আকর্ষণ ও পর্যটন স্পট ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবেন। ওয়ালটন টিভির কাস্টমাইজড ফিচার হোটেল সার্ভিস ম্যানেজমেন্টকে আরো সহজ ও অত্যাধুনিক করে তুলেছে। 

news