চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রটির ১ নম্বর ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক।  

বিদ্যুৎকেন্দ্রটির ১ নম্বর ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট হলেও বর্তমানে এটি থেকে প্রতিদিন প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।  

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের ২৭৫ মেগাওয়াট। তবে ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।  

সচল থাকা ১ ও ৩ নম্বর ইউনিট থেকে প্রতিদিন গড়ে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর ২০ ফেব্রুয়ারি ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দেওয়ায় সেটিও বন্ধ করা হয়, ফলে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।  

চার দিন বন্ধ থাকার পর মেরামত শেষে শনিবার দুপুর ১২টায় ১ নম্বর ইউনিটের বয়লারে ফায়ারিং করা হয় এবং বিকেল সাড়ে ৫টায় পুনরায় উৎপাদন শুরু হয়। তবে ৩ নম্বর ইউনিটের মেরামত কাজ এখনো চলমান। দ্রুত সেটিও চালু করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

news