সরকারি লেনদেন ক্যাশলেস করতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু
সরকারি লেনদেন ক্যাশলেস করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম । এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঠিকতা যাচাই করে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান কর্মশালার প্রধান অতিথি ছিলেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।
কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চারটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) এভিএস** চালু হয়েছে। এসব অফিস হলো— স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এভিএস** বাস্তবায়ন করা হবে।
অর্থ বিভাগের বাজেট-১ ও জাতীয় কর্মসূচি পরিচালক (অতিরিক্ত সচিব) বিলকিস জাহান রিমি বলেন, চালুর মূল উদ্দেশ্য হলো সরকারি সব ধরনের পেমেন্ট ক্যাশলেস করা, ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি ও অর্থ অপচয় রোধ করা।
তিনি আরও জানান, সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব যাচাই ও চেক ছাপানোর জন্য প্রতি বছর যে ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় হয়, তা সাশ্রয়ে এভিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


