কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কিছু ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, তবে সব ব্যাংকই বাঁচবে এমন নয়। তিনি উল্লেখ করেন, কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ সেখানে আমানতের ৮৭ শতাংশ একটি নির্দিষ্ট পরিবারের কাছে ঋণ হিসেবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত "অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ" শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনে "ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর" সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
গভর্নর বলেন, "বর্তমানে ব্যাংক খাতে বেশ কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে অনেক ব্যাংকের সংকট গভীর। তবে সুশাসনের মাধ্যমে আমরা ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু কিছু ব্যাংক আসলেই টিকে থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।"
তিনি আরও জানান, বর্তমানে নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদন দেওয়ার চিন্তা নেই, বরং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) কে আন্তঃলেনদেন যোগ্য কীভাবে করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) সম্পর্কে গভর্নর বলেন, এফআইডি ব্যাংক খাতে কোনো প্রভাব ফেলতে পারবে না। তারা যদি চাই, তবে বিমা কোম্পানির মতো অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারে, তবে ব্যাংক পরিচালনায় নয়।
গভর্নরের এসব বক্তব্য ব্যাংকিং খাতে চলমান সমস্যাগুলির প্রতি সচেতনতা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।


