২০২৪-২৫ করবর্ষে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা অনলাইনে চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা এখন সহজেই etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে তাদের আয়কর রিটার্ন সংশোধন করতে পারবেন। এনবিআর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এনবিআর জানায়, গত কিছু সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতোমধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। 

যেহেতু রিটার্ন দাখিলের পর যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, তখন মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে। এখন এই কাজটি অনলাইনে সহজেই করা যাবে। তবে, যারা সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের অবশ্যই সংশোধনের জন্য অনলাইনে প্রবেশ করে রিটার্ন সংশোধন করতে হবে।

এনবিআর’র আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো সুপারশপে ভ্যাট বিষয়ক স্পষ্টীকরণ। ৯ জানুয়ারি থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের মাধ্যমে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। তবে, যেসব পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, সেসব পণ্যের ক্ষেত্রে বাড়তি ভ্যাট দিতে হবে না। 

এছাড়া, ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো আইনের অন্যান্য বিধান মেনে উপকরণ রেয়াত নিতে পারবেন, তবে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো রেয়াত গ্রহণের সুযোগ পাবেন না।

news