১২ কেজি এলপিজির দাম আরও ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারে ১.৩১ টাকা কমিয়ে ৬৬.৪৩ টাকা করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন দরের ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টা থেকে।

আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক বাজারদর কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে দুই দফায় দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ জানুয়ারি, পরে ভ্যাট বৃদ্ধির কারণে আবার বাড়িয়ে ১৪৫৯ টাকা করা হয়। ফেব্রুয়ারিতে আরও ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক দর টনপ্রতি ১৩.৩৩ ডলার কমেছে। যদিও জানুয়ারিতে ডলার দর বাড়ায় বিইআরসি প্রথমে দাম অপরিবর্তিত রেখেছিল। তবে সৌদি আরবের প্রোপেন-বিউটেনের দর উঠা-নামার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দাম সমন্বয় করা হয়।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে আমদানি করা এলপিজির জন্য বিইআরসি প্রতিমাসে দর ঘোষণা করছে। তবে সাধারণ ভোক্তাদের অভিযোগ, বাজারে নির্ধারিত দামে এলপি গ্যাস পাওয়া যায় না। বিক্রেতারা কারসাজি করে বেশি দামে বিক্রি করে বলে অনেকেই দাবি করেন। নতুন দামের পর বাজার পরিস্থিতি কী হয়, সেটাই এখন দেখার বিষয়!

news