দেশের বাজারে সাময়িক সরবরাহ সংকট কাটিয়ে আগামী দুই দিনের মধ্যেই সয়াবিন তেলের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও এটি বড় কোনো সংকট নয় বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছিল, তবে আজ থেকেই পরিস্থিতির উন্নতি শুরু হবে। দুই দিনের মধ্যেই বাজার স্বাভাবিক হয়ে যাবে।"
সয়াবিন তেলের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, "একদিকে সয়াবিন তেলের দাম কিছুটা বেশি হলেও, অন্যদিকে পামওয়েল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল। তাই বাজারে এক ধরনের ভারসাম্য রয়ে গেছে। আশা করছি সয়াবিন তেলের দামও দ্রুত কমে আসবে।"
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। রমজানকে সামনে রেখে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সংবাদ সম্মেলনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


