ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বার্তা দিয়েছেন। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক আলোচনা বন্ধ করার আহ্বান জানান।  
তিনি লেখেন, 'আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লার ওয়াস্তে…।'  
পরীমনি জানান, সাম্প্রতিক সময়টা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তার কথায়, ‘গত তিন-চার মাস আমার জীবনের কঠিনতম সময় কেটেছে। আমি একজন মা, একজন মানুষ। আগে একটু সুন্দর করে বাঁচতে দিন, তারপর হাজারো প্রশ্নের উত্তর দেবো।’  
তার এই স্ট্যাটাসে ব্যাপক সাড়া পড়েছে। কমেন্ট করেছেন ৩.৪ হাজারের বেশি ভক্ত, শেয়ার হয়েছে ৩৬ বারেরও বেশি। এক নারী ভক্ত লিখেছেন, 'পরি আপু, আপনি একজন ভালো মা, আপনার সন্তানরা অনেক ভাগ্যবান।’  
পরীমনির এই খোলামেলা বার্তার পর ভক্তদের সমর্থন যেমন পেয়েছেন, তেমনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবে কি না গণমাধ্যম ও দর্শক—সেটাই এখন দেখার বিষয়। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।

news