পাবনার ঈশ্বরদীতে আটটি সদ্যোজাত কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ভয়াবহ ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তাল। এই নৃশংসতায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারাও। জয়া আহসান, নিলয় আলমগীর ও সাবিলা নূরের মতো তারকারা তীব্র প্রতিবাদ জানিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে এই ঘটনায় তাঁর ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি অভিযুক্তকে 'মানসিক ভারসাম্যহীন' বলে উল্লেখ করে লেখেন, "ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।"

এই ঘটনা প্রবলভাবে আঘাত করেছে টিভি অভিনেতা নিলয় আলমগীরকেও। ফেসবুকে আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, "ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।"

মা কুকুরের দুর্ভোগের কথা টেনে নিলয় আরও লেখেন, "এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।"

ঘটনাটিকে 'হৃদয়বিদারক' আখ্যা দিয়ে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। তাঁর ফেসবুক পোস্টে লেখা আছে, "এই নিষ্ঠুর লোকদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।"

তারকাদের এই দাবির সাথে একমত পোষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অসংখ্য নেটিজেন। ব্যবহারকারী রাকিবা লিখেছেন, "কঠিন শাস্তি চাই। এইজন্য আমাদের সবার এক হওয়া খুব দরকার।" কামরুন নাহার উষা লেখেন, "দোষী ছেলে হোক আর মেয়ে হোক, তার ছবি প্রকাশ করা উচিত। কারণ অন্যায়কারী বা হত্যাকারীকে চিনে রাখা উচিত।"

দিলশাদ নাহার সঠিক বিচারের দাবি জানিয়ে লেখেন, "এত কষ্ট লাগছে ভিডিও ও ছবিগুলো দেখে! সঠিক বিচার হোক।" অন্যদিকে, দেশের বিচারব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে কাওসার লিখেছেন, "যে দেশে মানুষ খুন হলে বিচার হয় না... সে দেশে কুকুর হত্যা সামান্য। দেশে আইনের শাসন এবং মনুষ্যত্ব ফিরে আসুক সেটা প্রত্যাশা করি।"

 

news