‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া এখন নতুন প্রেমে মজেছেন—তার প্রেমিক বীর পাহাড়িয়া, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি।

তারা-বীরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসাথে ছুটি কাটান এই যুগল। সম্প্রতি মালদ্বীপে বীরের সঙ্গে জন্মদিন উদযাপন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।

ছুটির মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, এই যুগলকে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। ব্যক্তিগত জীবন নিয়ে হিন্দুস্তান টাইমসকে তারা সুতারিয়া বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খুবই রক্ষণশীল; যা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেবল তাই শেয়ার করি, বাকি সব আমি রেখে দিই।”

২০১৯ সালে বলিউডে অভিষেক হওয়া তারা সুতারিয়া বলছেন, খ্যাতির সঙ্গে আসা নজরদারি ও মনোযোগকে তিনি সৌজন্য ও দূরদৃষ্টির সঙ্গে সামলাই। তিনি বলেন, “আমি শিখেছি সবকিছু ব্যক্তিগতভাবে নিতে হয় না। মনোযোগটা ভালোবাসার দিকে দিতে হয়।”

জনসাধারণের অতিরিক্ত মনোযোগ এ সময় তাকে সহায়তা করে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। তারা সুতারিয়া জানান, “এ পরিস্থিতিতে একটু দূরে সরে আসি, নিজেকে পুনরায় কেন্দ্রবিন্দুতে আনি। এই সময়ে পরিবার ও বন্ধুদের সহায়তা আমাকে স্থির ও সুস্থ রাখে।”

এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছিল, চলতি বছরের মার্চে ল্যাকমে ফ্যাশন উইকে তারা-বীর প্রথমবার একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। এই মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক চোখে পড়ে। জুলাইয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।

এর আগে তারা সুতারিয়া অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। সুযোগ পেলে তারা বিদেশে ছুটি কাটাতেন এবং ছুটির ছবিও ভাইরাল হয়েছিল। তবে ২০২৩ সালের জানুয়ারিতে এই সম্পর্ক শেষ হয়। এরপর গুঞ্জন ওঠে, তারা ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি যুগলটি।

 

news